Class One- English for Today (বাংলা ভার্সন)
বিনামূল্যে বইটি পড়তে নিচের লিঙ্কে ক্লিক করুন...
>Class One- English for Today (বাংলা ভার্সন)
আমাদের শিক্ষা-ব্যবস্থায় প্রাথমিক স্তর থেকেই বিদ্যালয়ে ইংরেজি শেখানাে বাধ্যতামূলক করা হয়েছে যেন ছােটবেলা থেকেই শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ইংরেজি ভাষা চর্চার মাধ্যমে ক্রমান্বয়ে ওই ভাষার চারটি দক্ষতা অর্থাৎ শুনে বুঝতে, বলতে, পড়তে ও লিখতে পারে। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্বায়নের এই যুগে বিভিন্ন পরিস্থিতিতে সহজ ও স্বাভাবিকভাবে ইংরেজি ভাষা ব্যবহার করে অপরের সঙ্গে ভাব বিনিময় করতে সক্ষম হবে। আমাদের মনে রাখতে হবে শিক্ষার্থীরা সেই ভাষাই আয়ত্ত করতে সক্ষম হবে যে ভাষা তারা সবসময় তাদের চারপাশে শােনে। তাই ইংরেজি ভাষা শিখতে হলে একজন শিক্ষার্থীর জন্য প্রচুর ইংরেজি শােনা আবশ্যক। একজন শিক্ষকই পারেন শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের জন্য এই সুযােগ করে দিতে। শিক্ষক প্রতিদিনের প্রয়ােজনীয় কিছু অভিব্যক্তি যেমন greetings, farewells, commands and instructions ইত্যাদির ব্যবহার ইংরেজি ভাষায় শ্রেণিকক্ষে নিয়মিত সম্পন্ন করবেন এবং তার মাধ্যমে শিক্ষার্থীদের সেই সব ইংরেজি শােনা ও বলার চর্চার সুযােগ করে দেবেন। পাঠ্যপুস্তকের ছড়া, কবিতা, গল্প, কথপােকথন ও অন্যান্য বেশিরভাগ বিষয়বস্তুই শিক্ষক প্রথমে জোরে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে এবং কণ্ঠস্বরের সঠিক ওঠানামা (intongtion) ব্যবহার করে পড়ে শােনাবেন। শিক্ষার্থীরা তা অনুসরণ করে বলার মাধ্যমে উল্লিখিত বিষয়গুলাে আয়ত্ত করতে পারবে। English For Today পাঠ্যপুস্তকের পাঠভিত্তিক শিখন-শেখানাে কার্যাবলি শ্রেণিকক্ষে কার্যকর করার সময় শিক্ষার্থীরা যেন পরস্পর বিভিন্নভাবে interact করতে পারে, শিক্ষক তা অবশ্যই নিশ্চিত করবেন। এই উদ্দেশ্যে শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে pairwork, groupwork, chain drill, role play ইত্যাদি করাবেন। অনেক সময় শিক্ষকের মনে প্রশ্ন জাগে যে ক্লাসে কতখানি বাংলা ব্যবহার করা যাবে। শিক্ষকদের মনে রাখা প্রয়ােজন, তিনি শ্রেণিকক্ষে যতবেশি ইংরেজি বলবেন, শিক্ষার্থীরা ততবেশি ইংরেজি শুনৰে ও তা আয়ত্ত করতে সক্ষম হবে। তবে অনেক সময় দেখা যায় যে, শিক্ষকের ইংরেজিতে বলা নির্দেশনা শিক্ষার্থীরা বুঝতে পারছে না। তখন শিক্ষক একবার বাংলায় পরিষ্কারভাবে বুঝিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে একই নির্দেশনা অবশ্যই ইংরেজিতে পুনরাবৃত্তি করবেন। এর ফলে বাংলায় যা বলা হলাে তা ইংরেজিতে যে ওইভাবে বলা যায়, শিক্ষার্থীরা তা নিজের অজান্তেই বুঝতে শিখবে।