ফ্রী ডাউনলোড করুন –ঠাকুগাঁও জেলা ব্র্যান্ডিং বই
(0 User reviews)
1044
জেলা প্রশাসক ঠাকুরগাঁও
2018
ঠাকুর পরিবারের বা এ এলাকায় ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে ঠাকুরগাঁও নামকরণ হয়েছে। ১৮০০ সালে ঠাকুরগাঁও থানা স্থাপিত হওয়ার পর ১৮৬০ সালে সদর, বালিয়াডাঙ্গী, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও আটোয়ারী নিয়ে ঠাকুরগাঁও মহকুমার যাত্রা। পরবর্তীতে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ ও তেতুলিয়া এ চারটি থানা ঠাকুরগাঁও মহকুমার সাথে সংযুক্ত হয়। ১৯৮১ সালে আটোয়ারী সহ উক্ত ৪টি থানা নিয়ে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার সীমানা বর্তমান ৫টি উপজেলার মধ্যে সংকুচিত হয়। ১৯৮৪ সালে ১ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলা হিসেবে যাত্রা শুরু করে।
বিনামূল্যে বইটি পড়তে ও ফ্রি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন...
>ফ্রী ডাউনলোড করুন –ঠাকুরগাঁও জেলা ব্র্যান্ডিং বই
১৮০৯.৫২ কি.মি., জনসংখ্যা- ১৫,৩৩,৮৯৪ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি. ৮৬১ জন, জনগোষ্ঠি: মুসলমান, হিন্দু, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জনগোষ্ঠি: মুন্ডা, বোডো, সাঁওতাল, ওড়াওঁ, কোচ, পলিয়া, রাজবংশী, হো, মাহাতো, মালো, কুমার, হাড়ি, ভুঁইয়া, গাংঘু। মৌজার সংখ্যা- ৬৪৭, ইউনিয়ন -৫৪ টি, পৌরসভা- ৩টি, উপজেলা- ৫টি, উপজেলা: ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল, বালিয়াডাঙ্গী ও হরিপুর। পৌরসভা: ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ ও রাণীশংকৈল। (জনশুনানি ও গৃহগণনা ২০২২)