ফ্রী ডাউনলোড করুন – কক্সবাজার জেলা ব্র্যান্ডিং বই
(0 User reviews)
1017
জেলা প্রশাসক কক্সবাজার
2018
কক্সবাজার জেলার আয়তন ২,৪৯১.৮৬ কিমি ২ (৯৬২.১১ বর্গ মাইল)। এটি উত্তরে চট্টগ্রাম জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বান্দরবান জেলা এবং পশ্চিমে বঙ্গোপসাগর দ্বারা বেষ্টিত। প্রধান নদীগুলোর মধ্যে রয়েছে মাতামুহুরী, বকখালী, রেজু খাল, নাফ নদী, মহেশখালী চ্যানেল এবং কুতুবদিয়া চ্যানেল। কক্সবাজার শহরের আয়তন ৬.৮৫ কিমি ২ (২.৬৪ বর্গ মাইল)।
বিনামূল্যে বইটি পড়তে ও ফ্রি ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন...
>ফ্রী ডাউনলোড করুন – কক্সবাজার জেলা ব্র্যান্ডিং বই
কক্সবাজার নামকরণের পেছনে রয়েছে ছোট্ট একটা ইতিহাস। এর প্রাচীন নাম ছিল পালংকী। একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল। প্যানোয়া শব্দটির অর্থ ‘হলুদ ফুল’।অতীতে কক্সবাজারের আশপাশের এলাকাগুলো এই হলুদ ফুলে ঝকমক করত। এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আধুনিক কক্সবাজারের নামকরণ করা হয়েছে প্রখ্যাত বিট্রিশ নৌ-অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স (মৃত্যু-১৭৯৮) এর নামানুসারে। যিনি ব্রিটিশ ইন্ডিয়ার আর্মি অফিসার ছিলেন।